Friday 23 February 2018

সাধক

সাধক
ইমেল নাঈম

নীরবে আলিঙ্গন করো সময়কে
মহাকাল — সেও হাঁটুক নিজের পথে
তুমি চুপচাপ বসো চূড়ায়, অতঃপর ধ্যান...
শব্দের জন্য নতজানু হও,
  
বসো কবিতার জন্য — বেদনা লিখ
হতাশা ঝরাও, ঝরে পড়ুক শুকনো ফুল
ক্যামেলিয়া সুঘ্রাণ ছড়াক, নাইটকুইন
এক চিলতে হাসি বিলিয়ে ঘুমিয়ে যাক

এই সময়ে মায়া নিয়ে বেঁচে থাকো
চুপিসারে প্রজাপতি এসে বসবে গায়
তাকেও বুকে রাখো, অন্তরে গাঁথো
বুদ্ধবাণী শোনাও, বুলাও হাত যীশুর...

খুব বেশি চায়নি, একটু খেলতে চেয়েছে
ভালবেসে রাখতে চেয়েছে অবসরে
কবিতার কাছে নত হও — দেখো...
গভীরে তাকাও, পুরষ্কার এক প্রহসন।

তাকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখিও না 
কবিতায় ফিরো সেই গায়ে বসা
প্রজাপতির জন্য, ভালবাসার জন্য।

No comments:

Post a Comment