Monday 26 February 2018

মধ্যরাতের কবিতা — ১
— ইমেল নাঈম

দরজা বন্ধ, ফিরে গেছে পুরনো ডাহুক,
সারাদিন ডাকাডাকি শেষে ক্লান্ত রেইনবো,
কিচিরমিচির থেমে গেলে শূন্যতা নামে

একোরিয়ামজুড়ে গোল্ড ফিশের বসবাস
কেবল ভেসে চলা মাছেদের গল্প শুনি
অক্সিজেন, একফোঁটা নিঃশ্বাস — অমূল্য।

ঘড়ির কাটাজুড়ে নিঃসীমতা, রেখে দিয়েছি
হিসাব নিকাশের প্রাথমিক আয়োজন
ঢালছি... সাজিয়েও দিচ্ছি মদের পেয়ালা

নেশার মধ্যভাগে আমিও বেয়াড়া প্রেমিক
গালিবের মতো শের আওড়ে ঢুকতে পারি
তোমার শরীরে, গোপন বুনোহাঁস নিয়ে...

এরপর মাছের গল্প শোনা হয়নি আমার
বইছে কৃত্রিম অক্সিজেন শূন্য একোরিয়ামে।

No comments:

Post a Comment