Thursday 1 February 2018

শিরোনামহীন - ১

শিরোনামহীন - ১
ইমেল নাঈম

হিসেব তোলা থাকে হিসেবের ভেতরে
ম্লান মুখটিও ঝাপসা হয় মলিন সময়ে
জমছে কথা পাখির কোলাহলে।

শীতকালীন অবকাশে গোছানো জীবন
শাপলুডু খেলে, মুছে পাপবিদ্ধ সময়
যাযাবর হাতছানি, প্রশ্নবিদ্ধ নিজেকে
নিয়ে পাড়ি দিই গ্লানিমুখর রুদ্ধ পথ,

সব পথ মুছে যায় দুপুরের খেয়ালে
টিকে থাকে মুহূর্ত প্রান্তিক সভাস্থলে,
অভিমানের পারদ গলে সুতীব্র তাপে।
অচেনা পাখির ডাক... উইন্ডচাইম...

নৃত্যের মুদ্রায় প্রাণের নিত্য স্পর্শ বাঁচে
ডাকাডাকি থামলে নিঃসঙ্গ প্রান্তরও
প্রহর নামায় দিন দুপুরের অবহেলায়

সময়ের ভাজে অলীকতা বিভোর ক্ষণ
সম্মুখে তাকাই...এক বিশাল শূন্যস্থান...
অংকিত নেই কোনো চিহ্ন সময়রেখায়।

No comments:

Post a Comment