Friday 9 February 2018

উদ্দেশ্য
(উৎসর্গঃ বিন্দু'কে)

আমাদের কলম ছাড়া আর কোনো বন্ধু নেই
ভাষা প্রকাশের মাধ্যম হিসেবে কাগজকেই চিনি
তাতে লিখে রাখি দৈনন্দিন জীবনের প্রবঞ্চনা

কেউ চায় সবসময় নিচু থাক আমাদের ঘাড়
অথচ আমরা আকাশ দেখতে ভালোবাসি
তারা বলে অনুগত হতে প্রভুভক্ত কুকুরের মত
বিনিময়ে হাসতে হাসতে বলে উঠি বাঞ্চোদ

তারা মুখে এক, কাজেকর্মে আরেক।
আমাদের মুখ নেই, কাজ অনেক
তাদের অঙ্গভঙ্গি মূকাভিনেতার মত

আমরা কুর'আনের পাশেই রাখি বেদ
তার পাশেই স্থান দিই ওল্ড টেস্টামেন্ট
ত্রিপিটকও রাখি, সেইসাথে রাখি মার্ক্স।
এদের সাথে জড়িয়ে দিই নাস্তিক্যবাদ...

আমাদের মুখ নেই, অভিনয় নেই, কাজ অনেক
আকাশে ছুড়ি চালাই, দ্বিখণ্ডিত করব ব'লে
হাসতে হাসতে অপমানটুকু মাথায় তুলে নিই...
এরপরও বলি কলম এক স্বাধীনচেতা সত্তা

বিশ্বভূগোল বদলেছে আগে, তুমি বদলাবে কবে...
এখনো মোনায়েম খানের ভুত চাপিয়ে হাঁটছো?

আমাদের কথারা টুঁশব্দটিও করেনা
খাতায় লিখে রাখে প্রথাবিরুদ্ধ অভিযান।

No comments:

Post a Comment