Saturday 2 January 2016

অন্ধকার ৭

সাজানো গোছানো পাণ্ডুলিপি! সুনিপুণ অভিনয় বোঝে নি আঙুল। রাতের আঁধারে বদলে যায় পতাকা। বিশ্বাসের বদলে প্রতারণার খেলা। নাট্যকার লর্ড বেলফোর। আর এটায় তাশের কার্ড হেইজ বাইজম্যান। কৃত্রিম ফসফরাস দিয়ে দিলো জোর খুঁটি, উপেক্ষিত বিশাল জনরাশি। দিনের আলো উঠতেই দেখে কেউ নেই তার, ভিটেমাটি দখলে।

হাগানাহ, ইরগুন, স্ট্যার্ন গ্যাং নামগুলো অচেনা, কিন্তু কেউ কেউ ঘৃণায় লিখে রাখে তাকে। থুতু ছিটিয়ে দেয় বিতৃষ্ণায়। সন্ত্রাসী তো শুধু বিপক্ষের কেউ। নিজদল হলে চোখ বন্ধ করে চুপ থাকো। আত্মাহুতি জানে জীবনের রঙ কালচে বিষাদ। মৃতদেহ জানে দেশ প্রেম আর বিভেদের সংজ্ঞা।

উত্তর আটলান্টিকের দ্বীপ হতে উড়ে আসে শকুন আর নেকড়েবাঘ। এরপর রাতের অন্ধকারে বের করে দেয় নিরস্ত্র সব মানুষকে। এরপর জলপানি, বিদ্যুৎ, যোগাযোগ লাইনের বিচ্ছেদ জীবনকে দিয়েছে তিক্ততার স্বাদ। এভাবেই একদিন রাতের অন্ধকারে জন্ম নিলো পৃথিবীর প্রথম অবৈধ সন্তান।

জন্ম সালটা ১৯৪৮, তারিখের কাটা ১২ মে, সময় ১২ টা বেজে ১ মিনিট। আর তার নয় মিনিট পরেই তার পিতৃত্ব নিজ কাঁধে নিলেন "এ প্লুরিবুস উনুম"।

No comments:

Post a Comment