Wednesday 13 January 2016

ভূগোল পাড়ি

সবকিছুর থেমে যাওয়ার নিয়ম আছে
শুধু আমরাই শিখি নি দাঁড়ি, কমা।
সেমিকোলন টুকু মেনে নিয়ে উঠে
দাঁড়াই, চোখমুখ বন্ধ করে হামলে পড়ি
আমরা কেউ জানি না পথের শেষ,

পথ মাপি নি তথাকথিত গল্পের
এখানে নায়ক নেই, নায়িকাও নেই
ভিলেইন চরিত্রেও কারো নাম লিখি নি
তবুও দাঁত আর নখের ব্যবহার
করে চলেছি বিরতিহীন,
আঘাতে আঘাতে রক্তাক্ত সময় বয়

সোনালি চুলের ভাঁজে ভাঁজে থাকে
প্লাস্টিক হাসি, আন্তরিকতার মোড়কে
লেপটে গেছে কিছু অচেনা মুখ
আপন ভাবতেই হারিয়ে যায় হাত
কিছু আঁকড়ে ধরতে বসে, বুঝি ভুল।

চারপাশে কতশত সাধারণ মানুষ
তবুও নিজেকে প্রকাশ করে চলেছে
আঙুল উঠিয়ে, ঠোঁট বাঁকিয়ে।
কাউকে বিশ্বাস করতে ভয়,
কিন্তু অবিশ্বাসে মৃত্যু ঘটে পৃথিবীর

আমি এদের সাথেই সংসার পাতি
যাযাবর পাখি হয়ে ভূগোল দিই পাড়ি।

No comments:

Post a Comment