Saturday 2 January 2016

চিত্রশিল্পী

প্রাপ্তির খাতায় আঁকলো বিশাল শূন্য
হারিয়ে যাওয়া শীতকাল জানলো না
সবুজ মনের আকুলতা, প্রেমহীন
অশান্ত মনের অহেতুক বাড়াবাড়ি।

ইচ্ছেমত নিজেকে ভাঙতে বসে দেখি
ভুলে গেছি গড়বার সূত্র, চুরি গেছে
অনেক কিছু, নতুন কোনো ভোর নেই।
মিথ্যে অজুহাতে গড়ছি মস্ত পাহাড়
হারিয়ে যাওয়া দিনের পঞ্জিকা মেপে।

পৃথিবীর সকল সুন্দরী নারী মানে
প্রেমিকা, অথচ আমি নেই কোনোখানে
থার্টিফাস্ট নাইটে সারারাত নির্ঘুম
বিগত বছর সেও আমার প্রেমিকা
নতুনের সাথেও গড়ে তুলি প্রণয়

নিজেকে প্রেমিক ভাবতে ভাবতে দেখি
সাদা ক্যানভাসে লাল কালিতে বিরহ,
বিস্ময় চোখে দেখি সময়ের হিসাবে
প্রেমিক একজন নীরব চিত্রশিল্পী।

No comments:

Post a Comment