Friday 22 January 2016

ডিজুস

ভুল ঠিকানায় চিঠি অনেক দিন আসে না। রং নাম্বারে টেলিফোন। কিম্বা টাকার মাঝে নাম লিখে দেয়ার নির্মল বিনোদন। হাজারটা অজুহাত, সারারাত জেগে থাকা চোখ, ডিজুস মোড়কে। তারুণ্যের ভাষায়, ঢুকিয়ে দেওয়া মায়াবী বিষ। পচে যাওয়া আনন্দের ভিড়ে খোলা আকাশের কনসার্ট। সারারাত কথোপকথন মাত্র পৌনে তিন টাকা।

কিশোর মন জড়তা ভাঙার গল্প শুরু। সাহস করে সামনে দাঁড়ানো। অপরিপক্ব শুরু, তবুও রাত ভোর হয়ে আসে। ঘুম চোখে কলেজ বাস, ক্লান্তি নেমে আসে পৃথিবীর বুকে। ক্যাফেটেরিয়ার গরম সিঙ্গারা, চায়ের কাপ, বন্ধুদের সাথে আড্ডায় উঠে আসা নৈশকালীন স্মৃতিরোমন্থন।

স্মৃতির ভিড়ে ভুলে যাওয়া সময়। গা ভাসিয়ে দেওয়া প্রণয়। লুকিয়ে থাকা বয়ঃসন্ধিকালের ভুল, সদ্য জন্ম নেওয়া গোফ, ক্ষুরের দাগ নিতে শেখা গাল, অভিভাবকের টেনশন অন্যতম কারণ। সময়ের অভিশাপে হারিয়ে ফেলা নৈশকাল, এখনো প্রিয়তী নামের একটা নাম স্মৃতিকোঠা জুড়ে খেলে যায় ভাঙনের খেলা।

No comments:

Post a Comment