Wednesday 20 January 2016

নিষিক্ত অবিন্যাস

একদিন ক্ষতবিক্ষত শরীরে যুদ্ধক্ষেত্র থেকে উঠে এসে ছুঁড়ে দিলাম ফ্লাইং কিস। চুম্বন টুকু পৌঁছোবার আগেই বিষে লীন হয়ে ওঠে শরীর। গোলাপ বাগানের রূপান্তর হয় আফিম বনে। বিজেতার পরাজয়ে ভ্রান্ত বিলাপে আটকে যায় কল্পনা বিজ্ঞান।

অগ্রন্থিত এক মুঠো কাগজে অনেক লিখাই বাকি। সাদাকালো পাতার দৃশ্যপট, ধুলোর ক্যানভাসে প্রেমিকার হাসি মুখ মলিন হতে হতে মুছে যায়। অনুপ্রেরণার প্রয়াসে আটকে যাওয়া পরিণতি, তার সামনে এসেই পরাজিত হই মুহূর্ত ব্যতিরেকে।

গোলাপের বাগানের ঝরাপাতা জানে নিষিদ্ধ অবয়বে রেখে যাওয়া বুনো আসক্তির ইতিহাস। ক্ষতবিক্ষত শরীরের পরতে একটা অলিখিত যুদ্ধের সত্য ঘটনা থাকে। অপ্রকাশিত বলেই অনেকে রূপকথা বলে হেসে উড়িয়ে দেয়।

আর অবহেলিত ফ্লাইং কিস রানওয়ের ট্রাফিকে আটকে পরে শূন্যে ওড়ে।

No comments:

Post a Comment