Friday 29 January 2016

পথ

থেমে যেতে অনেক সময় লাগে
আবার চলার পথে দেখা হয়
চোখ মেলে তাকাতে হারিয়ে যাও
চাঁদ জানে, পুড়ে গেলে বাকি পথে
ঈর্ষা নামের কানাকানি বেরোয়।

পথ আগলে রাখে মায়া ফড়িং।
প্রতিনিয়ত পিছু নিয়ে ছুটছে
স্বপ্ন মেদুর ছোঁয়ার ব্যর্থতার
প্রয়াসে তাতে রাখো বকুল ফুল...
পড়ার টেবিলে অযত্নের কাব্য

হারাতে বসলেই উঠে দাঁড়াই
সব দাঁড়ানোর অর্থ এক নয়
মানে বদলানোর সুখে আহত
হয়ে ফিরে আসি অনির্ণীত পথে

ভাবি, কী করে চেনাজানা রাস্তাটা
মুহূর্তে অচেনা হয়ে গেলো এতো!

No comments:

Post a Comment