Friday 8 January 2016

ভাগ্য

থেমে যেতে যেতে পিছনে ফিরি
লোকচক্ষুর অন্তরালের গল্পটা অচেনা
মিথ্যের পাহাড় গড়ে বিনম্র চোখ
ভুলটুকু সখ্য পাতে হুড়মুড়িয়ে

যেও না - কেউ ডাকে না আর
তবুও পিছনে তাকাই
কিছু পাবো না, অনেক পুরনো কথা
সত্য নীরবে হাসেন ব্যর্থতা দেখে

অর্গল ছিঁড়ে বেরোতে চাইলে
লাগাম টেনে ধরে মধ্যবিত্ত মন
কেউ কারো নয়, শব্দটা অমোঘ সত্য।
একুরিয়াম জলে ভাসা স্বাধীন মাছ
অক্সিজেন আর খাবারের নেই তাড়া

আমি তো কারো জন্য পথ মাপছি না
তবুও কেউ একজন নিষ্ঠুর কলমে
অমোচনীয় কালিতে লিখছে ভাগ্য...

No comments:

Post a Comment