Monday 10 October 2016

আত্মবিচারক

আত্মবিচারক
ইমেল নাঈম

সবুজ প্রান্তরে কাটাই এক মুসাফির জীবন
আলোর সন্ধ্যানে জড়াতে গিয়ে ডুবে যাই তোমাতে
জীবনের মানে জানেনা, বয়ে যাওয়া পাখির দল
সন্ধ্যা নামলেই ফিরে আসে তার আপন ঠিকানায়
মাঝের এই চলাচলের শেষটুকু জানা হয়নি আজও,
কার উদ্দেশ্যে ছুটছে অন্তহীন পথের শিরোনামে...

রাত বাড়লে দেখি আকাশ, সারিবদ্ধ নক্ষত্র'র আলো।
বিকিরণ বোঝার চেষ্টা করি। মেঘ আর আকাশের
সবটা সৌন্দর্য মেখে নিই চোখের মণিতে, প্রশ্ন নেই।
উত্তর খুঁজিনি কখনো, মেনে নিয়েছি অদৃশ্য শক্তিকে,
নিজের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছি দূরে,

হরদম আনন্দে মেখে দিই এক বিন্দুকণা শিশির,
পা'র পাতা ভিজে জলকণায়, আমি নিঃস্ব হই আরো
আয়নার সামনে যা কিছু দৃশ্যমান তার পুরো মেকী
সত্য বেরিয়ে আসে না বলেই, তাকাই অসুন্দরে...

নিজেকে আটকই নি স্বেচ্ছায়, হিসেব রাখিনি বিধানে
অন্যের ক্ষমতায় নিজেকে করেছি রাজা, কল্পনায়
সাজিয়েছি রাজ্যভাণ্ডার, অনুতাপ নেই, নিজেকে
সমর্পণ করতে শিখিনি, যেন ভিখারি সেজেছে রাজা।

আজ আর আয়না দেখিনা, ভুল শুদ্ধ'র বিচারক নই!
তবুও নিজেকে মাপতে বসে তলিয়ে যাচ্ছি অতলে
ঢুকে পড়েছি গহীন অরণ্যের ক্ষুধার্ত অজগরের পেটে।

নতজানু হতে ছুঁড়ে ফেলতে হয় আলগা উপকরণ
আমি খুঁজছি তার আদিমুখ, খুঁজে ফিরছি নিজেকে...

No comments:

Post a Comment