Sunday 9 October 2016

শূন্যতা

শূন্যতা
ইমেল নাঈম

যে আলোর দিকে তাকিয়ে জন্মেছে এতো অহংকার
সামনের যা কিছু সেই আলোতে অতটা আলোকিত
সেই উৎস খুঁজতে একবার দ্যাখো পিছনের দিকে
আলোর শেষ সীমা দেখো, খুঁজতে থাকো কেন্দ্রকে...

তাকিয়ে দেখো শূন্যতার দিকে আগাচ্ছো, দেহ মুহূর্তে
পরিণত হচ্ছে বালুকণায়। বিশালতার মাঝে ক্ষুদ্রতা
অনুভব করো, ক্রমশ হারিয়ে যাচ্ছো দূর দূরান্তে
এভাবেই একদিন মিশে যেতে হবে শূন্যতার জগতে
তোমার বলে কিছু থাকবে না, এই শূন্যতাই বাস্তব

এখানে প্রেম আবিষ্কার করতে গিয়ে বুঝতে চাইবে
উৎসের সকল সংজ্ঞা। ভুল পথে হয়তো ডুবে যাবে,
সাদা ডানার জিবরীলকে দেখে চিনতে পারবে না
ক্রমশ তুমি ডুবে যাবে শূন্যতা থেকে অন্ধকারে...

উৎসের কাছে এসে বিভ্রান্ত হয়ে ফিরবে, রাতের
মেহজাবিন তোমাকে নতুন করে বিভ্রান্ত করবে না
তুমি পথ খুঁজতে খুঁজতে অনুভব করবে অন্যকিছু
সত্তার সামনে দাঁড়াবে, দেখবে না কোনো অবয়ব।

অনুভবে শুধু কথা হবে, বুঝতে পারবে জীবন মানে
শূন্যতার পথে অন্তর্নিহিত যাত্রা, প্রেমিকের সাধনা।

(নোটঃ মেহজাবিন আরবি শব্দ, মানে চাঁদের মতো সুন্দর)

No comments:

Post a Comment