Saturday 15 October 2016

আর্জি

আর্জি
ইমেল নাঈম

কোজাগরী চাঁদ আস্ত গিলে খায় আমাকে
বিন্দুর শেষ রেশ টানতে বসে অজানায় হারাই
মিউজিক প্লেয়ারে ভেসে আসে অস্কার পেটারসন...

আজ নেশা করতে আপত্তি নেই সিন্ডারেলা 
আমায় জুতো হারাবার গল্প শুনিও না আর
দুঃখের প্রলেপে জমে গেছে অহেতুক প্রশ্ন
নিজেকে মিথলজির কাল্পনিক চরিত্রে খুঁজছি না

তোমরা কেউ কখনো চাঁদটিকে ডুবতে দিওনা 
আমৃত্যু থেকে যাক প্রবারণা, আকাশে উড়ুক
নানা বর্ণের ফানুশ। কবিরা ফানুশ দেখে 
বেঁচে থাকে নতুন কোনো কবিতা লেখার জন্য।

নির্লজ্জ চাঁদ তুমি আর গিলে খেয়ো না আমাকে
পাত্রের শরাব শেষ হয়ে এলো প্রায়, যদিও আমি
ঘোরলাগা চোখে সৌন্দর্য পান করছি এখনো।

No comments:

Post a Comment