Monday 3 October 2016

উপেক্ষিত

উপেক্ষিত
ইমেল নাঈম

বিশাল প্রশ্নবোধক, পাওয়া আর না পাওয়ার খাতায়
বিশালাকৃতির শূন্য এঁকে পালিয়ে যায় শব্দ শৈলীরা
ধুলোঝড়ের আগাম বিপদ সংকেতে ব্যস্ত নিজেকে
সামলে নেয়ার অভিপ্রায়ে জাগে লুণ্ঠিত হবার মানস!

আমাতে জেগে থাকে, শতাব্দীর নিশাকালীন অভিমান
অভিপ্রায়ের প্রতিটি শব্দ বুনটে খুলে পড়া রিক্ততা...
ভোর জাগানিয়া গান, প্রতারক সুখ, ডাকাতিয়া বাঁশি
অজস্র ঋণের ভারে নুয়ে পড়া বৃক্ষের দল চোখ
তুলে তাকিয়ে দেখো আকাশ, দেখো মেঘের বাড়াবাড়ি
প্রজাপতির উড়াউড়ির নামে অচেনা নৃত্য দেখো।

জীবনের রঙ খুঁজতে চলে যাও অনেক দূরে
আনন্দ খোঁজ, উৎসবের রঙ দেখে মোহিত হও,
দুঃখকে এড়িয়ে গড়ে তোলো জীবনের নতুন গান
পিয়ানোর শব্দ সুরের ঝংকার দেখে বাঁচতে শেখো

ভুলেও একবার এদিকে তাকিয়ে না, দেখবে
জীবনের ঠিক পাশেই মৃত্যু, আনন্দের পাশেই দুঃখ
দুঃখের সমান্তরাল কোন স্মারকচিহ্নে আমার নাম।

No comments:

Post a Comment