Thursday 20 October 2016

একগুচ্ছ অন্ধকার

একগুচ্ছ অন্ধকার
ইমেল নাঈম

১।

অন্ধকার তাড়াতে ঢুকে পড়ি
ভুল কোনো গলিতে

ল্যাম্পপোস্টের আলোতে
তাড়াই নিঃসীম আঁধার

রাতের আলোয় সব দৃশ্যমান

তবু, আমি আলোর অপেক্ষায়
হাঁটছি অন্ধকারের অলিগলি।

২।

দু হাত বাড়াই, আঁকড়ে ধরতে
চাই শিকড়, মুহূর্তে মিলিয়ে যায়।

পথের গল্পে শেষ বিন্দুতে কিছুই
থাকেনা বর্ণিত, নিরাকার সুর
তাকে বাঁধতে গিয়ে হারিয়ে যাই

আলিঙ্গন করি পাপ, দায়ভার
কমানোর অংক করলে বুঝি
আলোর পথ অনেক দূরে।

৩।

সিরাত ডুবে গেছে, আলো নেই।
অন্ধকার ছুঁয়ে গেছে চারপাশ
নিঃসীম আঁধারে কী থাকে আমার
ক্রমাগত খুঁজে চলেছি তোমাকে...

৪।

তাকিয়ে থাকি অনির্ণীত গন্তব্যে
আলোর সন্ধ্যানে হাঁটি অন্ধকারে।

No comments:

Post a Comment