Saturday 8 October 2016

অলক্ষ্যের ব্যাপ্তিকাল

অলক্ষ্যের ব্যাপ্তিকাল
— ইমেল নাঈম

অলক্ষ্যেই থেকে যায়, বয়ে যায় মৃত্যুর মিছিল
সাদা পায়রা এতোটাই অর্থহীন হয়নি আগে
ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন যে সুন্দরী রমণী
তাকে ভালবাসি বলতে গিয়েও ফিরে আসি
শুনেছি ওনার বুকের বাঁপাশে অনেক দুঃখ...

পাতাঝড়া উৎসবে রয়ে গেছে চিহ্ন কয়েক
এর বাইরে অস্পৃশ্য যা, তাদের গ্যাস বেলুনে
উড়িয়ে দাও। কোনো প্রমাণ রেখো না ব্যথার।
সাংকেতিক আয়োজন মুছে যাক, অবহেলা
থামতেই থমকে উঠি — পথ ভুলে, ভুল পথে।

অনেক সময় দাঁড়াতে ভুলে যাই, চোখ উপরে
তুলে তাকাতে পারি না। কষ্টের প্রাচীরে প্রলেপ
লাগাই, নিপুণ চুনকামে তরতাজা হয়ে ওঠে
কেউ দেখেনি কতটা লেগেছে অন্দরমহলে
স্তুতির বিউগল বাজে রুটিনমাফিক। শুনছিও...

আমি শুধু পরাজয় দেখি — বুঝতে পারছি না
কতটা সময়ের ব্যবধান, কতটুকু ব্যাপ্তিকাল...

No comments:

Post a Comment