Tuesday 25 October 2016

পাঁচ বছরের জন্য এলিজি

পাঁচ বছরের জন্য এলিজি
ইমেল নাঈম

পাঁচ বছরের জন্য কোনো কবিতা হয়না
পাঁচ বছর জানেনা জীবনের অর্থমূল্য
পাঁচ বছর থাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
অপরাধ বোঝেনা, কিন্তু সে অপরাধী...

পাঁচ বছর এককাতারে দাঁড় করায় পৃথিবী
পাঁচ বছর কী জানে অন্যায়কারী অনেকে
মুখোশের আড়ালে লুকিয়েছে জনারণ্যে!

পাঁচ বছর জানেনা সাইফুল্লাহরা জন্মেছে
কারো পেট ফুটো করে, পাঁচ বছর বোঝেনা
সাইফুল্লাহরা আঁচলে ঘাম মোছে কপালের
উনত্রিশ বছর বোঝেনি সাইফুল্লাহদের
অসুস্থ মানসিকতার আগাগোড়া বিশ্লেষণ,

উনত্রিশ বোঝে পাঁচের মানে হয়না অংকে
হতে পারে সেটা আড়াই কিংবা সাড়ে তিন
হতেও পারে সাত বা আট বছরের পৃথিবী

উনত্রিশ বছর জানে এতকিছুর পরেও
সাইফুল্লাহরা বেঁচে থাকে অন্যায় নিয়ে
মরে পচে যায় পাঁচ বছরের অনেক গল্প।

No comments:

Post a Comment