Wednesday 31 January 2018

বীজগণিত ৩

বীজগণিত - ৩
ইমেল নাঈম
১।
কাটাকুটি খেলা , মেঘের দোটানায় বাড়াবাড়ি
খাতায় লেখা এলজেব্রিক কিছু রহস্য চিহ্ন

বন্ধ করে দাও খাতা, ভাবনা থাকুক চুপচাপ
কে আঁকে দুপুরে (3x +2y) + (3x - y)...

দিনের শেষে শূন্যখাতায় জ্বলছে ফায়ার বক্স

২।
রোদ পোহাতে এসে থেমে গেছে কৃষ্ণচূড়া
নগ্নপায়ের ছাপ অচেনা, কোনো স্পন্দন নেই

দিনের হিসেবে পালিয়ে যাচ্ছি আমরা বহুদূরে

যাযাবর হিসেবে কিছু মুহূর্ত ভুল ব্যাখ্যাত হয়
অংকের মতো জীবন যেনো মরীচিকা প্রহর

ভুল হয় a-{a-(a +1)}, দেখি তার মিছিল

৩।
গুণের পরে কেবল ভাগ অংকের সরল মায়া
মিথ্যের ভাজ খুলে রাখি আঙুলের ফাঁকে
ভিতর নিঙড়ানো আয়োজনে দুপুরের আভা
(x+5)(a-6) এর গুণফল মিলেছে সহজে

৪।
দুপায়ের ফাঁকে লিখে রাখি রাশিফলের কষ্ট...

No comments:

Post a Comment