Tuesday 16 February 2016

বাতিল কবির কবিতা

মেরুদণ্ডহীনদের জন্য কোনো কবিতা নয়
একদলা থুথু তাও গিলে ফেললাম অবহেলায়
সাহিত্যের শিক্ষক কে বহু আগেই করেছি বহিষ্কার

তারা আমায় থামতে বলে, অথচ আমি দৌড়োবার
জন্য প্রস্তুত। মোড়ল কে দিয়েদিলাম বটতলা...
তারা সাহিত্য সম্মেলন করুক ছানাপোনার সমন্বয়ে

কেউ শেখায় আমায় যতিচিহ্ন, বলে দেয় এভাবে নয়
ওইভাবে লিখো, অতোটা প্রকাশ নয়, এতোটুকু গোপনে
আমি চোর কে চোর ব্যতীত কিছুই ডাকতে শিখি নি
আর ডাকাত কে ডাকাত বলতেই ভালবাসি
তাও আবার প্রকাশ্যে, জনসম্মুখে।

আমাকে সবাই মিলে বাতিলের খাতায় লিখে রাখে
আমি দেখি সেখানে এক ফুলের বাগান,
কবিতার চাষাবাদে জন্মেছে অজস্র পঙক্তি।
ফুলের সৌরভে মৌ মৌ করছে, ওদিকে রক্তঝরা
কলম হাঁসফাঁস করে একটু অক্সিজেনের আশায়।

ওহে নগর ঝাড়ুদার পথ পরিষ্কার রাখো
এ'পথে বাতিল কবিরা একদিন হেঁটে যাবে
যদিও তুমি ব্যস্ত ফুটপাথে চাটুকারিতার অংকে।

No comments:

Post a Comment