Wednesday 24 February 2016

প্রথম দেখা

ব্যস্ত কলেজ করিডোর, আড্ডার চূড়ান্ত প্রকাশ
থেমে যাবার পূর্বরাগ, অস্তমিত দিনের শুরু
ঘড়ি চিনেছে ক্লাসরুম, চেনেনি সবুজ ক্যাম্পাস,
     হয়তো দেখি নি তাকে আগে,
     কিম্বা বেখেয়ালে সব দোষ

ফর্শা নয় খুব একটা, সাদামাটা মায়াবী মুখ
মায়ার প্রলেপ বাঁধা চেহারায় বিদ্ধ হৃৎপিণ্ড
আকাশ হতে আলটপকা খসে পড়া সন্ধ্যাতারা
     সন্দেহের মাপজোকে আঁকি
     বুকের গভীরের পাহাড়ে
যেনো গ্রিক মিথোলজির অপ্সরী কোনো এক দেবী

এক নাগাড়ে তাকিয়ে থাকতে পাশ কাটিয়ে গেলো
মনে এখনো ভাসছে সে’ প্রতিকৃতি। সপ্ত আশ্চর্য…!
     কানে ভাসছে ফার্স্ট ইয়ার…
     মনোযোগ নাড়ালো মুহূর্তে…
যাবার সময় ফেললো এক পলক আড়চোখ

পৃথিবীর সব গোলাপের বাগান আজ বিরান
আকুলতায় ভাঙছে সবচেয়ে সুন্দর উদ্যান
এই অনুভবের নাম শিখায় নি টেক্সট বুক
বন্ধুদের বাড়াবাড়িতে মিলিয়ে গেল মুহূর্তেই।

No comments:

Post a Comment