Saturday 12 August 2017

উড়োচিঠি

উড়োচিঠি
ইমেল নাঈম

বায়বীয় মাধ্যমে উড়োচিঠি পাঠচ্ছি তোমার ঠিকানায়
অচেনা আমাকে পড়ে চলেছো, চিনতে পারছো না।
মুখবইতে কাতর তুমি, দেখছি শুধু প্রেমের আকুতি

সামনাসামনি বলতে গিয়ে পিছিয়ে যাইনি একদম।
আলসেমিতে দেখোনি ডাকবাক্সের পুরোনো বার্তা
অনেক চিরকুটের ভিড়ে আমিও তলিয়ে যাচ্ছি নিচে
অচেনা অনুভূতিগুলো আরো অচেনা হয়ে পড়ছে

উড়োচিঠি দিয়ে আমি হয়তো ছুঁতে পারছি তোমাকে
কিন্তু, তোমার কাছে অধরা হয়েই ফিরছি এখনো।।

একদিন উড়োচিঠি পাঠাবো তোমার বাড়ীর ঠিকানায়,
চিঠির সাথে দিয়ে দিবো এক মুঠ বকুল আর শিউলি
লিখবো মালা গেঁথে পরো কোনো রাবিন্দ্রিক বিকেলে
সেদিন কী তুমি একই মনোযোগে খুলবে নীল খাম?

ভাবছি বায়বীয় সময়ে কতটা পুষেছ যান্ত্রিক আবেগ?
লোক দেখানো খেলায় বর্ণিত প্রেম বর্ণহীন রইলো
শুধুমাত্র প্রেরকের ঠিকুজি জানতে পারলে না ব'লে

সেদিন কী পারবে আমায় চিনতে? উড়োচিঠি পেয়ে
ভয় পেয়োনা, ভালবাসা প্রেমিককে বানায় সাহসী,
আমায় চিনে নিও তোমায় পাঠানো ফুলের ঘ্রাণে।

প্রকাশকালঃ ২৭ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment