Thursday 31 August 2017

সভ্যতার জীবাশ্ম

সভ্যতার জীবাশ্ম
ইমেল নাঈম

দুটো পা, দুটো হাত, বুকের বাঁপাশে টাটকা হৃদয়
মাথায় আলসে মগজ নিয়ে হারিয়ে যাচ্ছে অনাদরে
ব্যথা উপশমকারী মলমের প্রতিটি স্তরে অবক্ষয়
বাসা বাঁধে পুরো শরীরে, মুছে যাচ্ছে মানুষের নাম।

বিলুপ্তপ্রায় প্রাণীর উদ্দেশ্যে কিছু কথা বলার ছিলো।
তারা মুখবইয়ের পাতায় আবদ্ধ, আত্মমর্যাদা
টিকিয়ে রাখতে গিয়ে সরীসৃপ জীবন কাটাচ্ছে।
মানুষ হারাচ্ছে তার চলার স্বাধীনতা, মুখের বুলিতে
যতটা বাক্য শুনি তার পুরোটাই মিথ্যে, বানোয়াট।

চাইলে মুছে দিতে পারিনা নিজেকে তাদের থেকে
সুযোগ, নৈতিকতা, অবক্ষয়, কীসের অভাব তাড়া
করছে রাতদিন। দাঁড়াতে ভুলেছি। অন্যায় দেখে
পালিয়ে যাচ্ছি, সততার বিজ্ঞাপনে আমিত্ববোধ।

দিনকে দিন বলতে ক্যালকুলেটরে হিসাব করি
রাতকে রাত বলিনা ভয়ে, নারীকে ভাবি মাংসপিণ্ড
সুযোগ পেলেই নিজের ভিতরের পশুটা জাগে
মগজটা নিষ্ক্রিয় হয় আর বুকের বাঁপাশে কোনো
সংকেত নেই, ম্রিয়মাণ সময়ের পথে হাঁটছি মাত্র।

বিশ্বাস নেই প্রচলিত সমাজ ব্যবস্থার ওপর।
বদলাতে চাওয়ার মন্ত্র কেবল ভাসে শূন্যতায়
বাধার প্রাচীর ঠেলে মানুষের অদৃশ্য মৃত্যু আঁকি
মানবহীন পৃথিবীর দিকে এগুচ্ছি ক্রমশ
দুপেয়ে জীবের এতোটা অহংকার কী সাজে!
সে সভ্যতার জীবাশ্ম নিয়ে মুছে যাচ্ছে অবেলায়...

প্রকাশকালঃ ১৬ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment