Sunday 27 August 2017

আয়োজন

আয়োজন
ইমেল নাঈম

ঘড়ির কাটা উলটে গেলে বদলে যায় পাশার দান
সর্বস্ব হারাবার মানসে খেলতে থাকে প্রেমিক
জেতা খেলাতেও মাঝেমাঝে হেরে যায় ইচ্ছেকৃত
অঙ্কুরে বিনষ্ট হয় প্রেম খেলার সকল আয়োজন।

জীবনের আয়োজন দেখে থেমেছি অনেক আগে
গোল্লায় যাচ্ছি রোজকার দিনবদলের শ্লোগানে
লুকোচুরি খেলার মতো লুকাচ্ছি নিজেকে।
উপচে পড়া আয়োজনে, মেঘ বা বৃষ্টিকে আলাদা
করতেই পেরিয়ে যাচ্ছে দিনের সকল ব্যস্ততা।

হাহাকার মুছে সামনে তাকাই, দৃশ্যমান সুখের
পাশে অদৃশ্যমান দুঃখ, হতাশা, গ্লানি, ব্যথা
মিথ্যের প্রহসন মুছে দেয় অচেনা আয়োজন
মাথাচাড়া অংকরা তৈরি করে একেকটি দেয়াল

একটির বাধার বিপরীতে অন্য বাধা দাঁড়িয়ে
একটার সমাধান অন্যটার সূচনা সঙ্গীত মাত্র
লারেলাপ্পার দোদুল্যমান বলটা হুকুম পালন
করে যায়, বিনিময়ে কী আছে পাওনার খাতায়

জীবনের থেমে যাওয়া আয়োজনের অংকটুকু
মেলাতে মেলাতে ঢুকে যাই ভুল সময়ের বৃত্তে।

প্রকাশকালঃ ১২ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment