Sunday 13 August 2017

কাঁদো, প্রলাপের সুরে চিৎকার করে কাঁদো
মির গুল খান নাসির

কাঁদো, প্রলাপের সুরে চিৎকার করে কাঁদো
কিছু অন্ধ মানুষ উৎসবে মত্ত

তারা বলছে, 'গেলো' অথচ জীবনের দিকে তাকালে দেখি
একটি গভীর কালো রাত পেণ্ডুলামের মত দুলছে

বিদ্যুতের ঝলকানি আর নীরব বজ্রপাত
যেন দূরে কোথাও মেঘ ভেঙে বৃষ্টির শব্দ

কিন্তু বাতাসে কোনো সোদা গন্ধ নেই
বরং খানাখন্দ উপছে পড়ছে রক্ত

ওহে বোকার দল, কোথায় তোমার উজ্জ্বল প্রভাত
শক্তিশালী ক্রুদ্ধ রাত এখনো পুরোটা বাকি

সাম্রাজ্যবাদীরা এখনো ইয়াজিদের মতো
গুড়ো করে দিচ্ছে দেশপ্রেমিকের হাড়গোর

জনবহুল, নাটুকে বাংলাদেশ
আরো একটিবার রক্ত বন্যায় বিপর্যস্ত

সাম্রাজ্যবাদের দাসেরা পুনরায়
জ্বালিয়ে দিতে লাগলো শহর আর গ্রাম।

দেশপ্রেমিক মুজীব — লুটিয়ে পড়েছেন মাটিতে
আর মাটিও তার রক্ত স্নানে শোকাহত।

তাকে সজ্জিত করা হলো সাম্রাজ্যবাদী রীতিতে
পরনের লাল কোটটিও বুলেটে সাজানো হলো

সাম্রাজ্যবাদের ঘৃণ্য দালালেরা প্রতিজ্ঞাবদ্ধ আরো একটি জেনোসাইডের
ঠিক যেভাবে ঘটিয়েছিলো ইয়াজিদ, ইমাম হুসেনের বিরুদ্ধে

সাহসী বিপ্লবীগণ ইয়াজিদি আচরণের বিরুদ্ধে সোচ্চার হও
তোমাদের একতা, সমৃদ্ধি তাদের জন্য পরাজয়ের বার্তা

দেখবে তাদের মুখটি আপাতদৃষ্টিতেতে স্বাভাবিক
কিন্তু জিহ্বাতে সাম্রাজ্যবাদের স্বাদ পাওয়া যায়

তারা অহংকারী কারণ তাদের পকেটভর্তি ক্ষমতা
তাদের সাহায্য করছে সাম্রাজ্যবাদী শক্তি সমূহ

একজন সাহসী দেশপ্রেমিকের হত্যার জন্য
তাদেরকে দেওয়া হলো অগুনিত অস্ত্র আর সৈন্য

এমন কাপুরুষের জন্য কোনো ক্ষমা নেই
তাদের কারণেই এই রাত এতোটা কালো

তারা স্বীকার করেনা স্বাধীনতার জ্বলন্ত শিখাকে
নিভিয়ে দিতে চায় আলোর সব মশাল

অকুতোভয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
সপরিবারে দাঁড়ালেন ফায়ারিং স্কোয়াড়ের সামনে

আবার জাতীয় পতাকা অর্ধনির্মিত হলো
সাম্রাজ্যবাদীরা ফিরলেন তাদের পুরোনো কূটচালে

সশস্ত্র মহড়ায় কলহ বাড়লো পুনরায়
সোনার বাংলা জ্বলে পুড়ে ছারখার হতে লাগল

সাহসী বন্ধুরা এখন ঘুরে দাঁড়ানোর সময়
বেলুচিস্তানও পুড়ছে একই কায়দাতে

ভয় পেয়োনা প্রিয় যোদ্ধাগণ! থেমো না তোমরা
পথ যদি বন্ধুর হয়, তবে জয় করো কঠোর সাধনায়

শেখ মুজিবের রক্তের দাম অমূল্য। এগোও ধ্বংসের পথে
এটিই হলো দেশিপ্রেমিকের জন্য দৃঢ়তার পরীক্ষা

এখানেই শেষ নয়, এই বিভীষিকার রাত শেষ নয়
যদিও এখন তা কালো আর কুয়াশাচ্ছন্ন

নাসির তার হৃদয় দিয়ে পরিষ্কার দেখছে
তোমাদের বিজয়পতাকা বাতাসে উড়ছে।

No comments:

Post a Comment