Wednesday 16 August 2017

বেনামি রাত

বেনামি রাত
ইমেল নাঈম

মন খারাপের দিনগুলো কেমন যেন
বৃষ্টির মতো চুপচাপ ঝরে পড়ে
অভিমানের পালক মুছলে জাগে বিভ্রম

সপ্তসুরের কিছু সুর খুব অচেনা
তানপুরা জুড়ে কেবল কিন্নর শব্দ
ম্লান মুখে জেগে উঠি প্রহসনের পর
চুপচাপ এড়িয়ে যাই মুহূর্তগুলো

দরজার ওপারে কে আছে দাঁড়িয়ে?
কেবল ছায়াটুকু দেখি, বিভ্রম নাচে
দু'চোখে, নাক ঘামছে, তৃষ্ণা বাড়ছে
জলের বোতলটিও সম্পূর্ণ খালি

বিদ্যুৎ নেই, চমকাচ্ছে আকাশ
জীবন হরর মুভির জীবন্ত সিকুয়েল
কিছু অজ্ঞাতনামা ভয় পুষে রাখি
নিচের দিকে তাকাতে দেখি শূন্যতা

উড়ে যেতে চাই দ্রাঘিমারেখার ওপারে
যেনো শীতল বাতাস ভিজিয়ে দেয়
গ্লাস আটকে দিই, গলার শব্দ নেই
ঈশ্বরের নাম জপতে ভুলে গেছি

রাতটিকে বেনামি ঘাতক মনে হয়

প্রকাশকালঃ ১ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment