Monday 7 August 2017

প্রহসন

প্রহসন
ইমেল নাঈম

হরিত সময়ের হিসেবে কিছু আবেশ নিষিদ্ধ
ফুল ঝরে যায়, মুখ আটকে রেখেছি পুরো সময়
নিক্তিতে মেপেছি প্রহসন, আয়নার প্রতিবিম্বে
রেখেছি গল্পের মোহর। উলটো পথে হাঁটছি।

নিজের কাছে অপরিচিত হয়ে ফিরছি
পলাতক সাজতে গিয়ে পথ হারিয়েছি আগেই
পাললিক সভ্যতা ছুঁড়ে আস্বাদ নিই নগ্নতার
রাতের নিয়নে ব্যস্ত চৌরাস্তা দেখে বিষণ্ণ হই

হারিয়ে যাবার প্রবল ইচ্ছে আবার ঘরকুনো
থাকার প্রবণতা জানান দেয় বৈপরীত্য
রেখা টানতে থাকি নিজের সাথে নিজের।
ছায়াকে আলাদা করি, আলো কে বিসর্জন।

মানে নেই তবুও... মূকাভিনয় শেষ হলে
নিজের দাঁড়াবার কোনো আশ্রয় নেই
মুগ্ধতা সরালে মুখের সুশ্রী থাকেনা
রূপের ভিতরে কালোর আস্তরণ জমে

নিজের সাথে কাটানো কিছু মুহুর্ত ব্যতীত
কোনো স্পর্শ নেই, বাকিটা প্রহসন…

প্রকাশকালঃ ২৩ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment