Sunday 20 August 2017

জ্বর সারার পরে

জ্বর সারার পরে
ইমেল নাঈম

ভাদ্রের ভ্যাপসা গরমেও কাঁপতে থাকে দেহ
আবার আলিঙ্গন করে ওঠে দেহের তাপকে
কাঁপুনি কমলে অস্থায়ী দুশ্চিন্তা খানিকটা কমে।

এখন বালুঘড়ির দিকে তাকিয়ে থাকি দিনভর
প্রেসকিপশনে ঝুলছে টেস্ট আর ওষুধের লিস্টি
মাথাব্যথা, মনে করিয়ে দেয় খাবারেরসময়সূচী 
অরুচির পেটে স্থান পায়নি স্বাদহীন প্রিয় খাবার
মাথাব্যথার শ্লোগানে কাবু হয়ে পড়ে সারাদেহ

প্রত্যাশিত ঘামের পরে পুরোটা সময় পর্যবেক্ষণের
শরীর থেকে ঝরে পড়তে থাকে অবাঞ্ছিত ঘাম
স্বাদহীন জিহ্বা, ক্ষুধামন্দা পেটও উল্লাসে মত্ত
নিস্তার পেয়ে, দুর্বল শরীর দেখে ফিকে দৃশ্যপট...

অরুচি মুছলে ভুলে যাই ওষুধের কথা
শরীর তার স্বাভাবিক তাপমাত্রা খুঁজে পায়
আবার শুরু হয় অনিয়মের দৈনন্দিন রুটিন

প্রশ্ন করি বারবার, উত্তরও দিই সেইসাথে
ভুলোমনা প্রমাণ করতেই কী জ্বরে পড়ি...
সঠিক উত্তরের লোভে মনযোগী হই কবিতায়...

প্রকাশকালঃ ৫ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment