Friday 25 August 2017

রাতের গল্প

রাতের গল্প
ইমেল নাঈম

পথ হারিয়ে চলে যেতে হয় অনেক দূরে
স্বেচ্ছা নিরুদ্দেশে লিখে রাখি যাবতীয় পাপ
সমীক্ষা শেষে গল্পরা একেবারে চুপ হয়ে যায়
উড়তে চাইছি বাতাসে, তোমার রেশমি চুলজুড়ে
মনোহরা মেঘ আর রোদের মাখামাখি।

লিখিত হিসেব হারিয়ে গেলে কিছু তো থাকে!
মিথ্যে মায়ার ব্লুজ, ভাঁজ গলে বেরোয় শোক
আজ্ঞাবহ সময়ের কল্যাণে, সার্কাসপার্টির
জোকার আর ক্লাউনের খেলা দেখতে দেখতে
রাত পেরিয়ে ফিরে যাই সেই অতীতের পথে।

আক্ষেপ! মায়া! অনুভূতি! অদ্ভুত টানাপোড়ন!
ইদানীং কীসব লিখে রাখি কবিতার খাতায়,
প্রকৃতপক্ষে এসবের কোনো অর্থ খুঁজে নেই,
আবার ফেলে দেয়া হিসাবেও তারা নেই

উপচে পড়া সন্ধ্যার কাছে মলিন হয়ে ফিরি,
চুপ হয়ে ফিরে আসি নিজের কাছে বারবার
নদীর তীরে যে স্রোত জোয়ারে ভেজায় পা
তার সমান্তরলে বাড়তে থাকে একাকীত্ব

রাতের নগরী সুন্দরের জয়গান গায় নিয়নে
অচেনা রাস্তায় কেবল আমিত্বের বিজ্ঞাপন
রাস্তার কোনো এক চুপ হয়ে দাঁড়িয়ে থাকি,
এই দাঁড়াবার গল্পে চেনাজানা চরিত্র নেই
অচেনা মুখের ভিড়ে নিজেই অচেনা মুখোশ।

No comments:

Post a Comment