Thursday 17 August 2017

বিষণ্ণতা

বিষণ্ণতা
ইমেল নাঈম

মধ্যরাতের সাইরেনে ঢেকে যায় চোখ দুটো
ঘুমিয়ে পড়ার আয়োজনে ব্যস্ত শহুরে রাজপথ
দেয়ালের চিকায় ঝুলে রাজনৈতিক শ্লোগান,
ব্যস্ততাকে ছুটি দিয়ে হিসেব করি ব্যর্থতাগুলোর
নিকোটিনের ধোঁয়া উড়ছে ফ্যানের বাতাসে

ক্লান্তিরা আধোঘুমে, কোনো নিশানা নেই স্বস্তির
মাঝপথে ট্রেনের বগি সঙ্গীহীন। লাইনচ্যুত হয়ে
হিসেব করতে বসি গন্তব্যের স্থানকাল পাত্রের,
বারবার ঘড়িতে দেখি কতটা সময় আছে বাকী

রাতের রূপকথাতে লুকিয়ে গেছে চাওয়াগুলো
ব্যস্ততার মোড়কে আমি তুমি সবাই ক্রীতদাস
দাসত্ব কিনে নিয়েছে আমাদের চাহিদা রেখা।
ছিঁড়ে খাচ্ছে বিনোদনের সকল নিয়মকানুন

নিঃসঙ্গতার মতো কবিতা কেউ লিখেনি আগে
বিষণ্ণতাও মাঝেমাঝে শব্দ নিয়ে খেলা করে
মাতাল না হলে আমিও লিখতে পারিনা কিছু

দৈনিক দুঃখের ফরিয়াদ ফিরছে প্রতিঘাতে
এমন আয়োজনে ফ্যান্টাসি নেই, কষ্ট আছে
বিজ্ঞাপনের সুন্দর মুখের তৈরি হ্যালুসিনেশন
নিজের মাঝে ডুবতে থাকি, মাউথ অর্গানে
সুর তুললেই আঁকা হয়ে যায় প্রেমিকার মুখ।

প্রকাশকালঃ ২ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment