Saturday 12 August 2017

পুনর্জন্ম

পুনর্জন্ম
ইমেল নাঈম

আমার শহর ভিজতে থাকে ঝুমবৃষ্টিতে
জলজটে আক্রান্ত পাড়া মহল্লা
সকালে অফিসের তাড়া নিয়ে ছুটি
ইশকুল ইউনিফর্ম দেখে নস্টালজিক হই
হারিয়ে যাওয়া দিন ফিরিয়ে আনে বৃষ্টি

বৃষ্টির শব্দে মনটা ভারী হয়ে ওঠে
নিজের মন পড়তে পারিনা একদমই
অবুঝের মতো ছুঁটে যেতে চায় অতীতে
টাইমমেশিন নেই, নিজের চোখে দেখা
বৃষ্টিটিও বদলেছে, অথচ আবেদন...

একই আবেদন নিয়ে পরাবাস্তব বৃত্তে
ঘুরে চলেছি শুরু হতে শেষ বিন্দু পর্যন্ত
নিষ্পাপ মজাগুলো মুছে গেছে সময়ে
নিষ্প্রাণ চাওয়া পাওয়া ব্যতীত
অন্য কোনো হিসেব নেই আর

রাস্তা ডুবেছে ভারী শ্রাবণধারায়
মানিয়ে নিচ্ছি নিজেকে, কৈশোর স্মৃতি —
এখনো খেলছে বুকের ঘরে প্রতি স্তরে

কাজের ফাঁকে থেমে থেমে বৃষ্টি দেখি
নিজের কাছে নিজেকেই হাতড়ে ফিরি
বৃষ্টির ফোটা আবিষ্কার করে আমাকে...
আমার পুনর্জন্ম লিখা হয় শ্রাবণ মাসে

প্রকাশকালঃ ২৮ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment