Friday 4 August 2017

পরিমিতি

পরিমিতি
ইমেল নাঈম

আয়তক্ষেত্র জুড়ে আঁকি বিশাল রঙিন ফানুস
বৃত্তের কল্পনায়  মাপতে ভুলেছি রেখার ঘনত্ব
সূত্র বসাই, আয়তক্ষেত্র = ২ X দৈর্ঘ + ২ X প্রস্থ
পুরো অংক মিলাতে গিয়ে খেই হারাই বারবার

মাঝের কাটাকুটিটুকু গণনার বাইরে রয়ে গেলো
প্রান্তিক হিসাবের খেরোখাতাটি ভুল পথের যাত্রী
পিছন ফিরে মাপি কতটা ভুল হলো বর্গক্ষেত্রে

নিজের জন্য কোনো খালিস্থান নেই, মনের
মালিকানাও বেঁচে দিয়েছি ঘনকের সূত্রে
ভ্রান্ত সময়ে ক্লান্তি আঁকছি, চক আর ডাস্টারে
নিজেকে মাপতে শিখেছি পরিমিতির সূত্রে

হারিয়ে গেছে পুরোনো ইচ্ছেরা, ডুবসাঁতারে
পেরিয়ে যেতে পারি চিরচেনা বন্দর, পাওনার
খাতায় বিশাল এক শূন্য, অংক মিলাই আবার।

ভুল আর ঠিক এই দুয়ের মাঝে বসবাস
বিভ্রম আর বাস্তবের মাঝখানে গেছি আটকে।
যেখানে ভুল হিসাব ঠেলে শূন্যতা গড়ে আবাস
তার কাছে ফিরে আসি উলটো সাঁতারে।

প্রকাশকালঃ ২০ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment