Sunday 6 August 2017

সভ্যতা

সভ্যতা
ইমেল নাঈম

দেশ দখলের পর পুরুষদের হত্যা করো,
নারীদের বানিয়ে দাও দাসী, তাদের জায়গা হোক
সুরম্য অট্টালিকায়। পৃথিবীতে লিখা থাকে বিজয়,
ইতিহাস গর্ব ভরে আড়াল করে পরাজয়ের কথা

গায়ের জোরে অনুলিপি লিখা হয় সভ্যতার
তরবারি লিখে রাখে সকলের ভাগ্যলিপি
রঞ্জিত শব্দ কাহনের পর শীৎকার শুনি কেবল
রাজা বদলায়, মানুষ পরাধীন থেকে যায়...

বন্দুকের নলেও টিকে থাকে সভ্যতা, যারা কখনো
রাখেনি ট্রিগারে আঙুল, তারাও মাপে ওজন
ক্ষুধার্ত মানুষের পাশে বসে খায় রাতে, পোশাকের
আবরণে অট্টহাসিতে লুকোনো থাকে কান্না।

একদিন পাখির পেট ফেটে বেরিয়েছিলো ডিম
তাতেই ধ্বংস হয়েছিলো একটি শহর, তার স্মরণে
একমিনিট নীরবতা পালন করতে শিখিয়েছে সমাজ
এরপর প্রকাশ্যে আর ন্যাংটো হতে চায়না মানুষ,
উপমার আঙ্গিকে, রূপকে জানান দেয় সভ্যতা।

মাঝে দাঁত আর নখের হিংস্রতা পরিমাপ করতে
বসে খেই হারিয়ে ফেলছে পৃথিবী, বাতিঘরের মতো
আজও জেগে থাকে হিরোশিমা আর নাগাসাকি
বদলে যায় রাজা, মানুষ পরাধীন থাকে আগের মতো

প্রকাশকালঃ ২১ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment