Tuesday 29 August 2017

ভ্রমণ

ভ্রমণ 
ইমেল নাঈম

জমাটবদ্ধ অজস্র কথা, চুপচাপ নামে রাত
প্রান্তিক জীবনের গল্পে থাকে নানা রঙ
সাদাকালো অনেক আয়োজনের ভিড়ে
হরিত মন বারবার আহত হয়ে ফিরে আসে।

খাতাজুড়ে বিশাল শূন্য, সাকিনের নামগুলো
ব্যর্থদের মিছিলে নাম লিখিয়ে ক্লান্ত,
ইতিহাসের পাতায় লেখা এন্টিডোট,
গা থেকে ছড়ায় পুরোটা শরীরে। প্রলেপে
আটকে দিই সকল ক্ষত, ব্যথাদের পুনর্জন্ম
দেখতে দেখতে পালিয়ে যাই দূরের পথে।

বৃক্ষ'র ক্লোরোফিল গল্পে নিঃস্বার্থ আলিঙ্গন
কেবল বিলিয়ে যেতে যেতে আঁকে সবুজ
নীলাভ জীবনের অস্থিরতার মারপ্যাঁচ
মানা নেই, তবুও ছুটে চলি...

বয়সকে লুকিয়ে ফেলি চোরা আয়নায়
পকেটে ঢুকিয়ে রাখি বিগত জীবনের ঘৃণা
আঙুলের কড়ে মেপে নিয়েছি ভালবাসা
আর বিনিময়ের গল্পে শিহরণ লুকোনো

চাওয়া পাওয়ার হিসেবে জমেছে মাত্র ঘাম
সাক্ষাতের মানে জানে শরীরের রোমকূপ
নিঃসঙ্গতা প্রিয় মানুষের রাত দিন এক
তারা কেবল ভেসে চলে বেদুইনের মতো।

প্রকাশকালঃ ১৪ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment