Monday 14 August 2017

ম্যাথম্যাটিকস

ম্যাথম্যাটিকস
ইমেল নাঈম

ভারী কিছু কথার মাঝে লুকোনো স্পর্শ
জলজ সম্পর্ক মুছে যায় আগমনী গানে
কার হাত ছুঁয়ে এঁকেছ সরল সমীকরণ
BODMAS ফর্মুলা কী এখনো ভুল, ব্যর্থ

ব্রাত্য করেছো, পাটিগণিতের ঐকিকে
বানর কী আজো বেয়ে উঠে তৈলাক্ত বাঁশ
এলজেব্রার কঠিন সব সূত্র প্রেম থেকে
বহুদূরের পথে হাঁটে, রহস্যময় হয়ে
ফিরে যায় পিছনে দশমিকের অংকে।

বহুদিনই লসাগুর মতো এগুতে চাইছি
তুমি গসাগুর মতো উলটো পথে হাঁটছো
শতকরার মতো লিখে রাখছো আমাকে

স্পর্শ মুছলে অদৃশ্য তুমি বুকে আঁকো
কঠিন সব সমীকরণে নিজেকে পাইনা
পাইনবন ফেলে চলে যাই আরো দূরে
ভগ্নাংশকে মিলাতে থাকি, পূর্ণ সংখ্যা
বানাবার প্রয়াসে মুছে যায় আয়োজন।

পিথাগোরাসের সমাধানে তুমি ব্যস্ত
আমাকে পড়ার মতো সময় কই?
সুদকষা মেলাতে গিয়েও মিলছে না
বুকের বাঁপাশের গ্যালিলিও'র অংক।

প্রকাশকালঃ ২৯ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment