Sunday 1 October 2017

প্রলাপ - ৩

প্রলাপ - ৩
ইমেল নাঈম

প্রহসনের বাতি নিভে গেলে জেগে ওঠে চোখ
অনেক রঙচঙে স্বপ্নের বিনিময়ে কেনে নিজেকে।
বিশ্বাসের আদিম ঘোড়া পালিয়ে যায় দূরান্তে
জীবন ব্যালেন্স শিটের হিসেবে মোড়ানো খাতা

প্রান্ত বদলানো মিছিলে বইছে শুধু শোকসঙ্গীত
লাল কাপড়ে বাঁধা চোখ, আলোর থেকে দূরে
সাইরেন বাজলে বুঝি ক্রমান্বয়ে বাড়ে ঘড়ির বয়স
মিথ্যে শ্লোগান বুকে জড়িয়ে হাঁটছে বুড়ো যুবক

দৃপ্তকণ্ঠে নিজের অধিকারটুকু বুঝে নিতে চায়
ভুল মানুষের কাছে এসে হাত পাতে দিনশেষে
হতাশার মোড়কে বাজারজাত হচ্ছে মানবিকতা
কর্পোরেট বিজ্ঞাপনে দেখি চোখ ধাঁধানো অফার

নিজেকে এড়িয়ে যেতে চাই নীরবতার শ্লোগানে
কবিতা নিজেকে ব্যতীত কাউকে দেয়নি কিছু
চুপসে গেলে গ্যাস বেলুন ফিরে আসে নীড়ে
আকাশ চেনেনা আবীর, আবীর চেনেনা সন্ধ্যা

টঙ দোকানে বসে দেখি ম্লান সময়ের হাতেখড়ি
নিজের কাছে অচেনা লাগে ধূসর চারপাশ।

প্রকাশকালঃ ১৭ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment