Saturday 14 October 2017

প্রলাপ - ৯

প্রলাপ - ৯
ইমেল নাঈম

মখমলি ঘাসে শুয়ে আকাশ দেখি। আশ্বিনে উড়ছে মেঘের ভেলা। উড়ুক্কু মনের অভিসন্ধি, বুঝতে বুঝতে হারাচ্ছে সৃষ্টির সকল ছলাকলা। মোজার্টের সুর নামছে আযানে। নিঃসঙ্গতার গান গাইছে গঙ্গাফড়িং। কাচপোকাদের প্রেম দেখতে বসে প্রেমিক হচ্ছি রোজ। অচেনা আকর্ষণে মোহিত হচ্ছি বারবার।

মুখবইয়ের বাইরে দেখিনি তোমায়। তুমিও নও আমাকে। প্রেম নয়, আবার অপ্রেমও নয়। বন্ধুত্বের সংজ্ঞা অচেনা। ঠিক বুঝতে পারিনা নিজেকে। তোমাকে তো অসম্ভব। সন্ধ্যার নিয়ন জ্বললে মানুষের ডিপ্রেশন দেখি। নিজেকে বেচে দিচ্ছে সুলভ মূল্যে।

রাত বাড়লে পোষা বিড়ালটির সাথে দুঃখ ভাগাভাগি করি। মনের মাঝে ভর করে সুফিজম। খৈয়ামের রুবাইয়াৎ আওড়াতে পেরিয়ে যায় সময়টুকু। সিগারেটের ধোঁয়ায় বিলীন হচ্ছে আমার ভেতর। আমি শূন্যতার বহিঃপ্রকাশ, অবয়বের বাইরেও অন্য এক আমি ঘুরছে মুখোশ পরে।

বিমূর্ত মুহূর্তগুলোকে রাঙিয়ে নিই কাল্পনিক বিন্যাসে। মেঘের রঙ বদলে দিই অসুন্দরে। নিজের সাথে চলছে জেহাদ। দিনের শেষে রয়ে যায় আবেশ। রাসায়নিক বিক্রিয়ার শেষে টিকে থাকে ত্রিভুজাকার রহস্য। নিজের বলে কিছুই থাকেনা। নিজেকেও মনে হয় নিলামে ওঠা কোনো জিপসি প্রেমিক।

প্রকাশকালঃ ২৯ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment