Friday 13 October 2017

প্রলাপ - ৮

প্রলাপ -
ইমেল নাঈম

মৃত্যুর পর অভিমানী কিছু শব্দ জেগে ওঠে
নাব্যতাহীন নদীর গতিপথে জন্মায় কাশফুল
প্রান্ত ভুলে যাওয়া মুখের ভিড়ে অচেনা হই
অভিমানের পারদ গলে জন্মায় মায়ার বাঁধন।

ছিঁড়ে ফুঁড়ে গিলছি সামাজিক রীতিনীতি
অসহায়ত্বের সম্বল হিসেবে নিলামে উঠাই...
নিজেকে নিয়ে আগ্রহ দেখি দুপক্ষের।
গুরুত্ব বুঝে বসে থাকি। অবাক হই কেবল।

আততায়ী সময় পেরিয়ে যেতে থাকে সামনে
বালুঘড়ির খেল উলটে যায় নির্দিষ্ট সময় পরে
দিনশেষে মূল্যহীন হয়ে তাকিয়ে থাকি।
অনিশ্চিত গন্তব্যতে হারাই প্রবেশাধিকার।

উড্ডীন সময়ের ভাজে, কবিতারা গল্প হয়
সবাই ভুল বানানে লিখে রাখে তোমাকে।
চাইলেও জবাব দিতে পারোনা, কিছুকথা
বাকী ছিলো তোমার, ছিলো গাঝাড়া দেয়ার।

অদৃশ্যকালিতে লিখে রাখছো নিজ অতীত
ভবিষ্যতও লিখতে চাইছো একই কালিতে
আগে রপ্ত করো নিষ্প্রাণ চোখের ভাষা
ও'টি অধরা থাকলে অসমাপ্ত থাকবে প্রেম।

প্রকাশকালঃ ২৮ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment