Wednesday 4 October 2017

প্রলাপ ৪

প্রলাপ ৪
ইমেল নাঈম

থমকে গেছে আয়োজন, নিপুণ হাতের খেল
ব্যস্ত সময়ে স্বার্থপর হয়ে ঘুরছি দরজায়
খিল সাঁটানো সময়ের ধারাপাতে ক্লান্ত হই
নিরুত্তাপ দৃষ্টিতে লেখা হয় কবিতার জন্ম

পথের ধারে ঝরেছে অজস্র শিউলি
ফুটপাথ ঢেকেছে শহর স্নিগ্ধ মাদকতায়
চোরাবালিতে ডুবেছে সময়ের হিসেবনিকেশ
কল্পনারা সত্যি হয়ে ফেরে ভুল সময়ে

অভিমানের খাতায় লিখা নেই তোমাকে
সব রঙ মাখিয়ে রাখি আঁকবো আলপনা
মুঠোফোনে ভেসে আসে অবান্তর আড়ি
নীরবতা লিখবে আমাদের যাবতীয় রসায়ন।

চুপচাপ রাত নেমে আসবে, কথারাও নিশ্চুপ
প্রলাপের মতো উড়ছে বায়বীয় অভিমান
প্রথাহীন মুখদুটিও ভাঙছে নিবিড় আলিঙ্গন,
প্রলেতারিয়ায় ভাসছি মুড়িমুড়কির মতো,
নাড়ছি কড়া ঠিক দরজায়, ভুল সময়ে।

প্রকাশকালঃ ১৯ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment