Wednesday 18 October 2017

প্রলাপ - ১০

প্রলাপ - ১০
ইমেল নাঈম

ভুলে যাওয়া আস্তিনের ভাজে... কপাল চুইয়ে নামে দুঃখ
বিষণ্ণতা লিখতে বসে হারিয়ে ফেলেছি গতজন্মের আনন্দকে
কুড়িয়ে পাওয়া পাতার ভিড়ে লিপিবদ্ধ সহজাত প্রবৃত্তি
হ্যাশট্যাগের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের মনের ক্ষুধা

প্রেমিকের চিঠি এখন আর ঘুমোয় না গল্পের বইয়ের ভাজে
দুপুরের ভাতঘুমে নেমে আসেনা চিরচেনা কোনো গান
মুঠোফোনে ভেসে আসে মেঘদল আর পিংকফ্লয়েড

বিকেলে পাড়ার টঙ দোকানে লিখে রাখছি
কিশোর মনের রাজকন্যার ছবি, অদক্ষ হাতের কারুকাজ...
ক্যানভাসজুড়ে প্রহসনের জন্ম লিখি। উড়ে যায় নিকোটিন
এক কাপ উষ্ণ চায়ের মাঝে লিখছি দৈনন্দিন পরাজয়।

বিগত সময়ের কোরাস গাই, ইশকুল মাঠে লিখি শূন্যতা
কিশোর কিশোরীদের ভিড় নেই, সেখানে আছে মায়ার ফানুশ
আইসক্রিমের ফাঁকে পেরিয়ে গেছে অজস্র হেমন্তকাল
অট্টালিকার ভিড়ে অভিজ্ঞ হয়েছি না পাওয়াগুলো নিয়ে।

প্রকাশকালঃ ৩ কার্তিক ১৪২৪

No comments:

Post a Comment