Saturday 7 October 2017

প্রতিবিম্ব

প্রতিবিম্ব
ইমেল নাঈম

কাল্পনিক প্রতিবিম্বে মেঘের ভাজে লুকিয়ে প্রতিবিম্ব
ঈশ্বরের শপথ পাঠ করতে বসে হারিয়েছে সুখ
মেঘের ভাজে মাইথোলজিক্যাল স্পর্শগুলো জীবন্ত
দিনান্তের পাঠে শিহরণগুলো বেজে ওঠে অবেলায়।

ঘরের কোণায় বিরতিহীন জ্বলছে বিদ্যুৎসাশ্রয়ী বাতি
বাতাস নেই, নেই সুঘ্রাণ... নন্দিত সময়ের রূপকথায়
ঝুলছে ভেন্টিলেটরে একজোড়া চড়ুইপাখির সংসার
স্পর্শক আঁকতে আঁকতে পেরিয়ে গেলো খেলাঘরের
সম্পর্কগুলো অকারণে মলিন হয় ভাদ্র মাসের বৃষ্টিতে

মেঠোপথে নামছে পাহাড়ি তরুণী, মুগ্ধতার বিনির্মাণে
কতটা ঋণ জমা! কতখানি দায়ী অনাবাদী প্রহর!

হিসাব মিটলেও শেষবারে বারবার উঠে আসো তুমি,
লোডশেডিংয়ে জ্বলছে মোমবাতি, উৎসবে লিখছি
সবাক সময়ের মূকাভিনয়। নির্বাক দৃষ্টিবিনিময়ে
লিপিবদ্ধ পাপ পুণ্যের আমলনামা, বৃত্তাকার পথে
আলপনা আঁকছি, মুহূর্তে জন্ম নিচ্ছে বিষাদের রঙ।

প্রকাশকালঃ ২২ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment