Sunday 8 October 2017

প্রলাপ - ৬

প্রলাপ - ৬
ইমেল নাঈম

উত্তাপের বিনিময়ে কিনে রাখি তোমাকে
নিরুত্তাপ সময়ের কাটাকুটিতে বিবর্ণ গল্পের জন্ম হয়
বিনিদ্র সময়ের পাঠে চলে একাকীত্বের বেচাকেনা

প্রভাবক মুছলে শুধু থাকে প্রাণহীন সম্পর্কের ফসিলস
আবেশের স্তর থেকে ফিরতে পারেনা প্রেমিক
চোখের ভাষা পড়তে গিয়ে অন্ধ হয় কবি
নির্ভুল হিসেবের ভিড়ে বড় ভুলটাই অলক্ষে থাকে

অনুমানের ভিত্তিতে লিখে রাখি জাদুবাস্তবতা
নিসর্গের বিনিময়ে লিখছি ইট সিমেন্টের গল্প
না পাওয়ার ক্ষোভে চুপসেছে অভ্যন্তরীণ অনুভূতি

থমকে যাওয়ার বিনিময়ে মেলেনা কোনোকিছুই
জাদুর শহরে লিখছি তাসের ঘরের হ্যালুসিনেশন
উপরির বিনির্মাণে চাষাবাদ হয় কোমল নিঃসঙ্গতার

সামলে চলো... পথের বিনিময়ে লিখছি অপ্রেম।

প্রকাশকালঃ ২৩ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment