Tuesday 24 October 2017

নৈঃশব্দ্য - ২

নৈঃশব্দ্য -২
ইমেল নাঈম

বিমূর্ত শব্দের পাশে দাঁড়াও। প্রতিধ্বনি ফিরে আসে নীরবে।
চুপিসারে রেখে দাও মায়াবী ঘাতক, পায়ের চিহ্নে ভাঙন।
গড়বার সমীক্ষায় উড়ে আসে অচেনা অধ্যায়ের প্রলোভন
আত্মকথনে অহমিকা বেজে ওঠে টঙ্কার, একলব্য প্রহসনে।

অর্থ বদলে যায়। পাওয়া আর না পাওয়ার কঠিন সমীকরণে
পরাবাস্তব গল্পের মোহে উত্তাপ লিখে রাখে নীরব আলিঙ্গন
নিজের কাছে ফিরে যাওয়ার ভ্রান্ত বিশ্বাসে অংক মেলাই
কোনো মূকাভিনেতার অভিনয়ের শেষদৃশ্য দেখার অপেক্ষায়
মোহাচ্ছন্ন হয়ে থাকি কল্পনাতে ফানুশ ওড়ানোর ভঙ্গিমায়।

জাগতিক হিসাব মেলানোর জন্য বাস্তুসংস্থান করতে থাকি
ইকোসিস্টেম অনুযায়ী খাদ্য আর খাদকের অপূর্ব সমন্বয়
ঘড়ির কাটায় সময় পেরিয়ে যায়, নগরে জ্বলে সন্ধ্যাপ্রদীপ
মান অভিমান উপচে পড়ে নিয়নবাতির ল্যাম্পপোস্ট তলে
হাহাকার জন্মায় কেবল, পরে থাকে শূন্য কবিতার খাতা।

নিস্তব্ধতার সুরে ভেসে যায় রাত্রিকালীন অবসরের মুহূর্ত
নিজেকে আবিষ্কার করার জন্য রাতটিও হয় মৌনব্রত
এমন রাতে কবিরা সন্ন্যাসী হয়, প্রেমিকারা হয় গোলাপ...
এরপর তাদের মিলনে লিপিবদ্ধ হয় বিষণ্ণতার কবিতা।

প্রকাশকালঃ ৯ কার্ত্তিক ১৪২৪

No comments:

Post a Comment