Tuesday 10 October 2017

আয়না কোলাজ

আয়না কোলাজ
ইমেল নাঈম

১।
মোহাচ্ছন্ন প্রলাপ, কে বাজায় এই সুর
হতাশার গলি থেকে দৌড়ে যায় কিশোরী
দৃশ্যপটজুড়ে কেবল সাদাকালো আঁচড়
বাধা পেরুলে লিখি নিজেকে গোপনে।

২।
আয়নার প্রতিবিম্বে খুব অচেনা তুমি
ভাবো, গাণিতিক সূত্রের সবটুকুই ভুল
যোগ অংকে মিলিয়ে ফেলি তোমাকে
দিনান্তের চোরাবালিতে লিখি কবিতা।

৩।
মুখটা সরিয়ে রাখো, আয়নাও মিথ্যে বলে

আযানের সুরে ভাসে দুঃখ নিরন্তর
গীতার শ্লোকে জেগে ওঠে নীলাভ সবুজ

তুমি আমি দুজনেই বেনামা প্রেমিক
দুজনেই পুষে রাখি আযান আর শ্লোক

৪।
আয়না ভাঙলে দাঁড়িয়ে থাকো — একা
বিস্ময়ের সাথে দেখি কেবল ভাঙাগড়া
একদিন খেলারছলে ভাঙবে পৃথিবী
পাপেট শো'র পুতুল হয়ে তাকিয়ে থাকি

৫।
গোপন আয়নাজুড়ে শুধুই প্রহসন
পরিনামে লিপিবদ্ধ করছি তোমাকে
নীল মোড়কে বাঁধানো বইয়ে...
তোমাকে পড়লেই পড়া হয় ঈশ্বর।

প্রকাশকালঃ ২৫ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment