Saturday 21 October 2017

নৈঃশব্দ্য -১

নৈঃশব্দ্য -১
ইমেল নাঈম

নৈঃশব্দ্য আঁকছি। দিনের শেষভাগজুড়ে কেবল ঐকতান...
সুরের ঘোরে জমেছে বৃষ্টির খেলা। খোয়াবনামায় পেরুচ্ছে
দিন, গাণিতিক নিয়মে ফিরে আসে হারানো দিনের স্মৃতি
মৌখিক নোটিশে মুছে যাচ্ছে আমাদের আঙুলের গল্পগুচ্ছ

মেঘের ভাজে অভিমান। আবহাওয়া সংকেত তিন…
ডুবে গেছে আমার শহরের রাস্তাঘাট, অফিস ফেরত মুখ
মেনে নিয়েছে নাগরিক অসুবিধা। রোমাঞ্চ মুছে গেলে
জীবাশ্ম হয়ে বাঁচে প্রেম। তার বিনিময়ে মেলেনা কিছুই

জানালায় চোখ দিই, এরপিছনে কোনো গল্প লেখা নেই
সিনেমার উড়ে যাওয়া কোনো চুম্বন দৃশ্যের মতো অভিনয়
কেবল সাইরেন বাজিয়ে তোলে, গন্তব্য লেখা হয়নি তার
পাখির ডানায় কল্পবিজ্ঞান লিখি, আবেশ নাকি আকর্ষণ...
আততায়ীবেশে লিপিবদ্ধ করছি পাপ পুণ্যের স্বরলিপি,

নিজের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, ছদ্মবেশ ধরে ক্লান্ত
নিজেকে চেনা হয়নি আজও…আয়নায় প্রতিবিম্ব ঝুলে।

প্রকাশকালঃ ৬ কার্ত্তিক ১৪২৪

No comments:

Post a Comment