Tuesday 11 April 2017

মানুষের ক্যানভাস

মানুষের ক্যানভাস
— ইমেল নাঈম

কিছুই করার নেই — যখন সভ্যতা কেড়ে নেয়...
ভয়ানক চিত্রায়নে নিস্তার পায়নি ক্যানভাস
রাস্তার দু' পাশ জুড়ে সারিবদ্ধ মানব দেয়াল
মানুষের চিত্রপটে রক্তাক্ত ছবি আঁকা থাকে না

ভাষা মৌন হতে চায় অবাক দৃষ্টিতে, হাত পেতে
নেয় সন্ন্যাস জীবন, শ্রেষ্ঠত্বের দাবী করে শ্রান্ত
সেবকের দল, খুঁজে দেখেনি — বুঝেওনি মাহাত্ম্য... 
বিচ্যুতির ঘেরাটোপে কিছু মুখ ভিন্ন কথা বলে

সুখের অসুখে ভেসে যায় আমাদের চারপাশ
অদৃশ্য রক্ত ক্ষরণে লিখে রাখি সিমেন্ট সভ্যতা
বাধার প্রাচীর টেনে স্রস্টা আজ শীত ঘুমে ব্যস্ত
মোমের দেয়াল গলে বেরোয় জীর্ণশীর্ণ চেহারা

শুরু থেকে পুনরায় দৌড়তে গিয়ে বুঝতে পারি 
ভাবনার দুষ্টু চক্রে আঁটকে যায় পথের ছবি...

প্রকাশকালঃ ২৮ চৈত্র ১৪২৩

No comments:

Post a Comment