Tuesday 18 April 2017

স্ট্যাচু

স্ট্যাচু
ইমেল নাঈম

চিহ্ন পেরিয়ে গেলে জেগে থাকে চোখ

শিরোনামহীন কবিতা আওড়াতেই নামে
জাগতিক ঘুম। মানচিত্রের তিনভাগ নীল,
বাকি একভাগের কোথাও নেই আমি।

পথের ধারে ঝরে গেছে হাসনাহেনা
সুগন্ধি ছড়াতে ছড়াতে পথ ভুলেছে পথিক
তার সাথে দেখা হলেও পাতিনি সখ্য

উড়ে যায় ভূগোল অসময়ের বাতাসে
মফস্বলের ঘ্রাণ কেনো আসে শহরে!
এখানে মানুষেরা স্ট্যাচুর মতো নিঃসঙ্গ
আমিও দাঁড়িয়ে থাকি ভদ্রতার মুখোশে

আমার সামনে অজস্র ফুল ছড়ানো
ছবি হলে মুখের কোনো ভাষ্য থাকেনা।

প্রকাশকালঃ ৫ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment