Saturday 29 April 2017

গানের পাখি

গান পাখিরদল
ইমেল নাঈম
উৎসর্গঃ স্বরব্যাঞ্জো
স্পেশাল থ্যাংকসঃ নাঈম ফিরোজ

ভোর পেরুলেও গেয়ে চলেছে পাখির দল
নাম জানা অনেকের ভিড়ে অচেনা কিছু মুখ
হারিয়ে যায় কোথাও — সুর শব্দের সমন্বয়ে।

পাখিরদল, আমিও ওড়াতে পারি সব আশঙ্কা
তুমি গাইলে আমিও গাই অশুভ'র বিরুদ্ধে।
পাখিরদল বাজাও তোমার বাদ্য, শব্দের ব্যঞ্জনায়
ভাসাও তরী সুরের দেশে, নিয়ে চলো আমাকে
গাও পাখি, দুঃসময় উড়ে যাক কালবোশেখিতে

গেয়ে শোনাও, আদিবাসী তরুণীর প্রেমের কবিতা
যে চিঠির প্রাপক বাঙালি তরুণ, বৃষ্টি নামাও
নগরীর বুকে, স্বর্গ হতে নেমে আসুক তানসেন।

বাজুক তোমার ব্যাঞ্জো, সেতারে টঙ্কার উঠুক
হারমোনিকায় গেয়ে ওঠো আমার গান,
যা প্রেমিকাকে দিতে গিয়ে ফেলেছি হারিয়ে।
বাঁশীর সুরে রোহিত করো অন্যায় স্রোত

গাও চিরচেনা পাখিরদল, আমি বিমুগ্ধ শ্রোতা।
আমার জন্য গাও প্রেম আর দ্রোহের ধ্রুপদী গান।

প্রকাশকালঃ ১৭ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment