Sunday 16 April 2017

ভুল কিম্বা দুঃস্বপ্ন

ভুল কিম্বা দুঃস্বপ্ন
– ইমেল নাঈম

সার্বক্ষণিক পাহারায় ব্যস্ত গোয়েন্দা চোখ
চোখের বক্র দৃশ্যপটে এঁকে নেয় রূপকথা
রূপকের ভিড়ে পালাতে চাই গ্রীষ্মের দুপুরে।

অফিসের ভাতঘুমে কোনো আয়োজন নেই
ইচ্ছে করে বদলে দিই হিসাব প্রথম থেকে

উলটে দিই দাবার চাল, নিমিষে ভুলে যাই
ঘোড়ার আড়াই চাল, লিখি আত্মহত্যার গল্প।
নীল রঙা স্বপ্নগুলোকে মুছে ফেলি ইরেজারে

সময় ভীত হয় গোয়েন্দা চোখের কল্যাণে
অহং এর পরিমাণ বাড়ে দিনের পর দিন
তার সমানুপাতে বাড়তে থাকে বিদ্বেষ
কান ভারি হতে হতে বৃষ্টি নামে শহরে।

অকাল বর্ষনে ভেসে যায় অফিস পাড়া,
এ’পক্ষ কিম্বা ও’পক্ষ পরাজিত নয় কেউই,
কেউ চায় লিখতে বিজয়কে কূট চালে,

ব্যর্থতাই ঝেড়ে ফেলে জিতেছে সব হিশেব...
হাপিত্যেশ ঝরানো গ্রীষ্মে কেবল লূ হাওয়া বয়

প্রকাশকালঃ ০৩ বৈশাখ ১৪২৪ 

No comments:

Post a Comment