Monday 24 April 2017

ফল্গুদা'র প্রতি

ফল্গুদা'র প্রতি
ইমেল নাঈম

প্রিয় মানুষগুলো ঠিক এভাবেই ছবি হয়ে যায়

বৃষ্টির শব্দ, নগরী ডুবে গেছে অতিবৃষ্টিতে
আকাশের বুকে সূর্য নেই, মন খারাপের সময়ে
হঠাৎ চুপ হয়ে যায় মানুষ, পাখি হয়ে যায়।

কোনো শব্দ নেই, নিস্তব্ধতার পাঠ সারতেই
বুঝি হারিয়ে যাবার আজকের মিছিল।
দৌড়ছি মশাল হাতে। কোনো ভেদাভেদ নেই
নতুনে পুরানে। কেউ কাঁধে রাখে হাত।

কুঁকড়ে উঠতেই অভয়ের বাণী শোনান
কথায় বাড়ে কথা, বুঝার চেষ্টা করি
গতিপ্রকৃতি। শুরুটা জানার চেষ্টা করি।
শেষটা অনুমান করি, মাঝেরটা চারণভূমি।

অনেক কথা বাকি রয়ে গেলো, ফাগুন
পেরিয়ে বদলে গেলো পঞ্জিকার দিন ক্ষণ
কথার শেষ বিন্দুর অন্বেষনও রইলো বাকি 
কবিতার শপথ, দেখা হবে আবার আমাদের…

কথার পিঠে কথা জন্মাবে, ফুরাবেনা সহজে
আমরা কবিতা দিয়ে নরক কে স্বর্গ বানাবো
আর আপনাকে শোনাবো অনেক কবিতা
একটু সবুর করেন, আমিও আসছি ফল্গুদা...

প্রকাশকালঃ ১১ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment